English

31.3 C
Dhaka
শনিবার, অক্টোবর ৪, ২০২৫
- Advertisement -

টালিউডে জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে নতুন বিতর্ক

- Advertisements -

নাসিম রুমি: টালিউডের সিনেমা জগতে দুর্গাপূজা মানেই বরাবরের মতো এক উৎসবের আমেজ। যেখানে মুক্তি পায় একাধিক নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের পূজায় বিগ বাজেটের চারটি সিনেমা মুক্তি পেয়েছে, তা নিয়ে যে তুমুল রেষারেষি এবং বিতর্ক শুরু হয়েছে, অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

হল পাওয়া থেকে শুরু করে সিনেমার সাফল্য-ব্যর্থতা নিয়ে জোর তর্কবিতর্কের মধ্যেই এবার অভিনেতা জিতের সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বরাবরই বিতর্ক থেকে শতহাত দূরে থাকা এই সুপারস্টারের নীরব বার্তাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরমহলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে।

অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা। কিন্ত আমরা তা করছিনা। মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি একপ্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্যের বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করে লিখেছেন— এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’

আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন— ‘রঘু ডাকাত’ নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।

তবে বরাবরের মতোই এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uzu4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন