পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের খাইবার পাখতুনখোয়ার স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং ভূমিকম্পটি ১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর ফলে বিস্তৃত এলাকায় কম্পনের অনুভূতি তৈরি হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ছিল, যা প্রায়ই টেকটোনিক প্লেটের চলাচলের কারণে ভূমিকম্পে সক্রিয়। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয়রা কয়েক সেকেন্ড ধরে কম্পনের অনুভূতি পাওয়ার কথা জানিয়েছেন। তবে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে পরে আসতে পারে এমন আফটারশক সম্পর্কে।
