English

27.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল

- Advertisements -

নাসিম রুমি: দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইধিকা পালের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের সিরিয়ালের মাধ্যমে। নতুন খবর হচ্ছে, ফের ছোট পর্দায় দেখা যাবে তাঁকে।

এবার মহালয়া সিরিয়ালে দুর্গারূপে দেখা যাবে ইধিকাকে। এরইমধ্যে প্রস্তাব গেছে অভিনেত্রীর কাছে। অভিনেত্রী রাজিও হয়েছেন। শিগগিরই নতুন চেহারায় সামনে আসছেন অভিনেত্রী। সিরিয়ালের শুটিং পর্ব শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।

জানা গেছে, ইধিকা যেমন দুর্গারূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যানী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।

বাংলাদেশে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় ইনিংস শুরু করেন ইধিকা। এরপর তাঁকে দেখা যায় দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায়। সেখানেও পান সফলতা। তবে ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় ‘খাদান’। দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারডুপার হিট। এমনকি, দেবের পরের দুটো কাজ, ‘রঘু ডাকাত’ আর ‘প্রজাপতি ২’-তে তিনিই নায়িকা।

আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার ‘বহুরূপ’ ছবিতে।

প্রসঙ্গত, ইধিকার আসল নাম টুম্পা। যদিও বিনোদন জগতে পা রাখার আগেই বদলে ফেলেন নাম। ইধিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v47s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন