মোঃ আলাল উদ্দিন: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ে সঙ্গীতের তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পরিবারের সদস্য, স্বেচ্ছাসেবী ও সরকারি হাজী আসমত কলেজের অনার্সের শিক্ষার্থী, বিশিষ্ট কণ্ঠশিল্পী পূজা দাস।
তার এই অসাধারণ সাফল্যে নিসচা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) পরিবারের পক্ষ থেকে পূজা দাসকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
নিসচা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক তরুণ-তরুণীকে সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
পূজা দাসের এই অর্জন নিঃসন্দেহে কিশোরগঞ্জ জেলার সাংস্কৃতিক অগ্রযাত্রায় একটি উজ্জ্বল সংযোজন।
