মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল মামুনের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনী পোস্টার, ব্যানার ও চেয়ার পুড়ে গেছে।
জানা গেছে, কল্যাণপুর মন্ডল পাড়ায় নির্বাচনী অফিসে গতকাল বুধবার গভীর রাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, আল মামুনের নির্বাচনী অফিসে গভীর রাতে আগুন জ্বলতে দেখে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করার আগেই নৌকার পোস্টার, ব্যানার ও বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়।
নৌকা মনোনীত প্রার্থী আল মামুন বলেন, আমার নির্বাচনী কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্য আগুন দিয়েছে। প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v64p
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন