English

26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার

- Advertisements -

নাসিম রুমি: সাফের গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কারোর নির্বাহী কমিটিতে থাকার সুযোগ নেই। কাজী সালাউদ্দিন সভাপতি পদে আছেন ৪ মেয়াদে। শনিবার গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সালাউদ্দিনের পঞ্চমবার নির্বাচিত হওয়ার পথে আর কোনো বাধা রইল না।

শুধু সভাপতি পদেই নয়, এই গঠনতন্ত্র বদলে যাওয়ার ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ তিনের অধিকবার নির্বাচিত হতে পারবেন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’

কাঠমান্ডুতে সাফের কংগ্রেসে সশরীরে যোগ দেননি সভাপতি কাজী সালাউদ্দিন। অনলাইনে যুক্ত হন। সে সভায় গঠনতন্ত্র বদলানো বাদেও আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী বছর সাফ নারী, পুরুষ ও বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট হওয়ার কথা। এএফসির মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে এটি নিয়ে কাজ করবে।

আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন।

মঞ্জুরুল করিম সদ্যসমাপ্ত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কাঠমান্ডু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘সাফ অ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত ফাইনালে রেফারিং নিয়ে সাফকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করেছি।’

ভারতের অরুণাচলে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালের ৪২ মিনিটে বাংলাদেশ ভারতের জালে বল জড়ায় কর্নার থেকে। বাংলাদেশের গোলের আগেই রেফারি ফাউলের বাঁশি বাজান। বাংলাদেশের দাবি, সেটি ফাউল ছিল না। সাফের নির্বাহী কমিটিতে এই প্রথম নারী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vc24
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন