English

35 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
- Advertisement -

কিডনির সমস্যার যেসব লক্ষণ দেখা দিতে পারে চোখে

- Advertisements -
কিডনি আমাদের শরীরের এমন এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে। এটি রক্ত পরিষ্কার করে, টক্সিন ও অতিরিক্ত পানি বের করে দেয়, খনিজের ভারসাম্য বজায় রাখে এবং বিভিন্ন হরমোন উৎপাদনে সাহায্য করে। কিডনির অসুস্থতা হলে শুধু প্রস্রাব বা রক্ত নয়, চোখেও তার প্রতিফলন দেখা যায়। তাই চোখের সমস্যাকে ছোট মনে না করে, সঠিক সময়ে সঠিক পরীক্ষা করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে সামান্য পানি আসা বা হালকা ফোলাভাব দেখা যাওয়া স্বাভাবিক। তবে যদি এই ফোলাভাব সারাদিন থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এটি হতে পারে কিডনির সমস্যার ইঙ্গিত। শরীর যখন প্রস্রাবের মাধ্যমে প্রোটিন হারাতে শুরু করে, যাকে বলা হয় প্রোটিনইউরিয়া, তখন এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। চলুন, জেনে নিই চোখের যে সমস্যাগুলো কিডনির অসুস্থতার ইঙ্গিত হতে পারে।

হঠাৎ ঝাপসা দেখা বা ডাবল ভিশন
শুধু চোখের দুর্বলতা নয়, উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (যা কিডনির রোগের সঙ্গে সম্পর্কিত), চোখের ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে হতে পারে হঠাৎ ঝাপসা দেখা, আলো ঝলসে যাওয়া বা ডাবল ভিশনের মতো সমস্যা।

চোখে শুষ্কতা ও চুলকানি
ডায়ালাইসিসে থাকা কিডনি রোগীদের মধ্যে এই লক্ষণটি অনেক বেশি দেখা যায়। কারণ, কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে খনিজ ও বর্জ্যের ভারসাম্য বিঘ্নিত হয়, যার প্রভাব পড়ে চোখেও।

সবসময় চোখ ঘষতে ইচ্ছে হলে বা চোখ শুষ্ক লাগে, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

চোখ লাল হয়ে যাওয়া বা রক্তচক্ষু
চোখে প্রায়ই লাল ভাব বা রক্তের মতো রঙ দেখা গেলে তা হতে পারে উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফল, যা কিডনির রোগের সঙ্গে জড়িত। এমনকি লুপাস নেফ্রাইটিস নামক একটি অটোইমিউন কিডনি রোগেও এই লক্ষণ দেখা দিতে পারে।

রং চিনতে অসুবিধা
কিডনির দীর্ঘমেয়াদি রোগে চোখের অপটিক নার্ভ বা রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে বিশেষ করে নীল ও হলুদ রঙ চেনায় অসুবিধা দেখা দিতে পারে।

কিডনি যখন ঠিকমতো কাজ করে না, তখন শরীরে জমে থাকা অতিরিক্ত পানি বের হতে পারে না। এর ফলে পা, গোড়ালি, হাত বা চোখের চারপাশে ফোলাভাব দেখা দেয়। সকালে ঘুম থেকে উঠে যদি মুখ ফুলে থাকে বা চোখের নিচে ফোলা ভাব থাকে, তবে সেটিকে অবহেলা করা উচিত নয়।
কিডনির কাজ কী এবং কেন তা গুরুত্বপূর্ণ?
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vf99
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন