হঠাৎ ঝাপসা দেখা বা ডাবল ভিশন
শুধু চোখের দুর্বলতা নয়, উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (যা কিডনির রোগের সঙ্গে সম্পর্কিত), চোখের ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে হতে পারে হঠাৎ ঝাপসা দেখা, আলো ঝলসে যাওয়া বা ডাবল ভিশনের মতো সমস্যা।
চোখে শুষ্কতা ও চুলকানি
ডায়ালাইসিসে থাকা কিডনি রোগীদের মধ্যে এই লক্ষণটি অনেক বেশি দেখা যায়। কারণ, কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে খনিজ ও বর্জ্যের ভারসাম্য বিঘ্নিত হয়, যার প্রভাব পড়ে চোখেও।
চোখ লাল হয়ে যাওয়া বা রক্তচক্ষু
চোখে প্রায়ই লাল ভাব বা রক্তের মতো রঙ দেখা গেলে তা হতে পারে উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফল, যা কিডনির রোগের সঙ্গে জড়িত। এমনকি লুপাস নেফ্রাইটিস নামক একটি অটোইমিউন কিডনি রোগেও এই লক্ষণ দেখা দিতে পারে।
রং চিনতে অসুবিধা
কিডনির দীর্ঘমেয়াদি রোগে চোখের অপটিক নার্ভ বা রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে বিশেষ করে নীল ও হলুদ রঙ চেনায় অসুবিধা দেখা দিতে পারে।
কিডনির কাজ কী এবং কেন তা গুরুত্বপূর্ণ?