English

26.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

‘আমার কথা কী বলব, সমাজ তো ঐশ্বরিয়াকেও ছাড়েনি’

- Advertisements -

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর কথায় কথায় সমালোচিত হন। তা সত্ত্বেও মতামত দেওয়া বন্ধ করেন না তিনি। রাজনৈতিক মতপ্রকাশ করে, আবার কখনো বা ভিন্নধর্মে বিয়ে করে সমালোচিত হয়েছেন অভিনেত্রী। এমনকি সন্তানধারণের পরও চেহারায় পরিবর্তন আসার জন্যও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এর পাল্টা জবাবও দিয়েছেন অভিনেত্রী স্বরা।

যদিও বেশ কয়েক বছর ধরে সিনেমা জগতের বাইরেই রয়েছেন স্বরা ভাস্কর। কোনো সিনেমায় সেভাবে তাকে দেখা যায়নি। তাই অভিনেত্রীকে কটাক্ষ করে নিন্দুকেরা বলেন, মা হওয়ার পর স্বরা এত ওজন বাড়িয়ে ফেলেছেন বলেই আর কাজ পাচ্ছেন না।

আর নিন্দুকদের পাল্টা প্রশ্ন করে বসেন স্বরা—অভিনেত্রীদেরও কি সবসময়ে ‘আওয়ার গ্লাস’-এর মতোই চেহারা হতে হবে? তিনি বলেন, এ ধরনের ধারণা খুবই যন্ত্রণাদায়ক। সমাজের এই মনোভাবের প্রভাব পড়ে নারীর শরীর এবং মনের ওপরে। তারা মানসিকভাবে বিপর্যস্ত হন। ফলে মা হওয়ার পর আবার স্বাভাবিক ছন্দে ফিরতে অসুবিধা হয়।

স্বরা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর নানাভাবে কটাক্ষের শিকার হয়েছি আমি। কিন্তু আমার এমন কোনো বাসনা নেই যে, আমাকে দেখে মনে হয়— আমি মা হইনি।

এর আগে এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর বলেছিলেন, আমাকে নিয়ে বহুবার বহু সমালোচনা হয়েছে। মাতৃত্বের পর আমার চেহারা নিয়েও হয়েছে। কিন্তু আমি শুধু আমার কথা আলাদা করে কী বলব! সমাজ তো ঐশ্বরিয়া রাই বচ্চনকেও ছাড়েনি!

উল্লেখ্য, ২০২৩ সালে কন্য রাবিয়ার জন্ম দেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এর পরে ওজন বৃদ্ধি পায় অভিনেত্রীর। সেই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে তাকে নানা কুকথা শুনতে হয়েছে। স্বরার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শির কোর্মা’। তার ঠিক আগেই ‘বীর দি ওয়েডিং’ সিনেমায় অভিনয় করে সমালোচিত হয়েছিলেন স্বরা। সেখানে স্বমেহনের দৃশ্যে দেখা গিয়েছিল তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vgmm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন