নেইমার আর চোট—দুইয়ের সম্পর্ক যেন নিত্যসঙ্গী। এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হলো। ব্রাজিলিয়ান মিডিয়া গ্লোবো স্পোর্ত জানাচ্ছে, সান্তোস ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাসে চোট ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, চলতি বছর আর মাঠে নামা সম্ভব হবে না। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে এখনো তিনটি ম্যাচ বাকি থাকলেও নেইমারের চোট তাকে ব্যর্থ করছে।
বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকালে ব্রাজিলিয়ান সিরি আ–তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণেই গতকাল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তার বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। আরেক মিডিয়া ‘ও গ্লোবো’ বলছে—চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার।
চোট পাওয়ার আগে তিনি টানা তিন ম্যাচে অংশ নিয়েছেন—পালমেইরাসকে জয়, ফ্ল্যামেঙ্গোর কাছে হার এবং মিরাসলের সঙ্গে ড্র। মিরাসলের ম্যাচে গোলও করেছিলেন, যা ৪ আগস্টের পর তার প্রথম প্রতিযোগিতামূলক গোল। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি; তার ফাউল থেকে প্রতিপক্ষ পেনাল্টি করে সমতা ফেরায়।
গত জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। এরপর থেকে ২৫ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবে এ সময়েও ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে তাকে। মাত্রই ইনজুরি কাটিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন এই ৩৩ বছর বয়সী।
ইন্টারনাসিওনালের সঙ্গে ১-১ ড্রয়ের পর কোচ হুয়ান পাবলো ভয়ভোদা খুবই সরাসরি কথা বলেছেন। আর্জেন্টাইন কোচ ব্যাখ্যা করেছেন, মিরাসোলের বিপক্ষে ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে অস্বস্তি ছিল, আর সপ্তাহজুড়েই সেই ব্যথা আরও বেড়েছে।
ভয়ভোদা বলেছেন, ‘পরিকল্পনা হলো তাকে স্পোর্টের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত রাখা। কিন্তু তার আগে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। আমি তার সিদ্ধান্ত ও তার শরীরকে সম্মান করি। সে সবসময় খেলতে চায়, কিন্তু এবার সে অনুভব করেছে সে ম্যাচের চাহিদা মেটাতে পারবে না।’
