English

30 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড

- Advertisements -

জাপানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান। তবে এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতেও আগুন জ্বলতে থাকায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে প্রায় তিনশ’ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vmhp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন