English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

অনেক উন্নত দেশে লোডশেডিং হচ্ছে: তথ্যমন্ত্রী

- Advertisements -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘উন্নত দেশগুলোতে যেখানে কখনো বিদ্যুৎ যেত না, ৫০ বছরে কখনো বিদ্যুৎ যায়নি- এমন দেশেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনেক উন্নত দেশে লোডশেডিং হচ্ছে। সে হিসেবে আমাদের দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে এখনো ভালো।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ফ্রান্সের মতো দেশেও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে এখন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন এবং কত টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে সেটাও জানিয়েছেন। শুধুমাত্র বিদ্যুৎ আর জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হয়, তাহলে পরিস্থিতিটা আপনারা অনুধাবন করার চেষ্টা করুন।’

ড. হাছান আরও বলেন, ‘আমরা একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশে প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে কোনো ১২-১৩ বছরের ছেলেকে যদি জিজ্ঞেস করেন হারিকেন কাকে বলা হয়? সে বলতে পারবে না। হারিকেন এখন আমাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ হারিকেনের ব্যবহার নেই।

আজ থেকে ১৩-১৪ বছর আগে হারিকেন জ্বালিয়ে অনেককে পড়তে হতো। আমরা সরকার গঠন করার আগে বিদ্যুৎ সুবিধা পেত বাংলাদেশের ৪০ শতাংশের কম মানুষ। আজকে শতভাগ মানুষের দোর গোড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। দোর গোড়ায় পৌঁছে গেলেও সেটা সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান কোনোভাবেই ভুল নয় বলেও তথ্যমন্ত্রী উল্লেখ্য করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vnap
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন