English

33.9 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

কে কি বলছে, না বলছে সেসবকে একদমই পাত্তা দিচ্ছেন না নুসরাত!

- Advertisements -

অভিনেত্রী এবং নেত্রী। একসঙ্গে তার দুই রূপ। তিনি কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বিতর্ক তাকে ঘিরে রাখে সঙ্গীর মতোই। মুসলিম হয়েও কেন সিঁদুর পরেন, কেন মন্দিরে যান- এসব নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন খোলামেলা ছবি পোস্ট করেন সে নিয়েও নানা কথা শুনতে হয় তাকে।
সরাসরি কখনো এসব নিয়ে মুখ খুলেন না এই সাংসদ অভিনেত্রী। নিজের মতো চলেন, বলেন।
তবে আজ ১৫ ডিসেম্বর একটি ছবিসহ পোস্টে তার ক্যাপশন নজর কেড়েছে সবার। সেখানে যেন তিনি বেশ কড়া জবাব দিয়েছেন তাকে নিয়ে বিতর্ক তৈরি করা, ট্রলে ব্যস্ত হওয়া ব্যক্তিদের।
সম্প্রতি তিনি ট্রলের শিকার হয়েছেন বুদ্ধের ছবি এঁকে। তারপর খোলা পিঠে ছবি দিয়েও একই ভাবে নেটাগরিকদের একাংশের তোপের মুখে পড়েন সাংসদ-অভিনেত্রী। সেসবের জবাবেই হয়তো আজ সোশাল মিডিয়ায় নিজের খানচারেক ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে দেখা গেল হালকা মেকআপ, পরনে হালকা গোলাপি রঙের ফ্লোরাল ড্রেস আর খোলা চুলে পাশের বাড়ির মেয়ের সাজে। মুখে লেগে আছে মৃদু হাসি।
অর্থাৎ, কে কি বলছে না বলছে সেসবকে একদমই পাত্তা দিচ্ছেন না নুসরাত। তিনি আছেন নিজের মতো বিন্দাস।
তা জানাতেই ছবির ক্যাপশনে বুঝি লিখলেন, ‘আমার কোনো দম্ভ নেই, আমার ব্যক্তিত্ব তোমরা সামাল দিতে পারবে না।’
তার এই ক্যাপশন নিয়েই এখন চলছে আলোচনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vte7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন