এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি কী করছেন। প্রশ্ন শুনে ওই ব্যক্তি তাড়াতাড়ি প্যান্ট তুলে বলেন যে তিনি শুধু প্রস্রাব করছিলেন। তবে কার্টারের দাবি ছিল, তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছিলেন।
ঘটনার সময় কার্টার উত্তেজিত স্বরে তাকে ধমক দেন। তিনি ব্যক্তির পায়ের কাছে মাটিও ছুড়ে দেন। পরে কার্টার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন, ‘এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বিরক্তিও দেখিয়েছেন। আবার কয়েকজন আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেন, যা সমালোচনার জন্ম দিয়েছে।
অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।