English

26.1 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
- Advertisement -

নিষিদ্ধের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

- Advertisements -

নাসিম রুমি: কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারপর তামিল-তেলেগু-হিন্দি ভাষার সিনেমা নিয়েই অধিক ব্যস্ত হয়ে পড়েন। বলিউডে পা রেখেও নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে—কন্নড় সিনেমার প্রযোজকরা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকাকে নিষিদ্ধ করেছেন। এ নিয়ে বেশ চর্চা চললেও নীরব ছিলেন এই অভিনেত্রী। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘ডিয়ার কমরেড’ তারকা।

গুড নিউজ কন্নড়-কে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, “দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভেতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।”

পেশাগত আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখেন রাশমিকা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে পেশাগতভাবে কেউ কিছু বললে, সেটা আমরা মাথায় রাখি এবং কাজ করি।”

এরপর রাশমিকাকে সরাসরি প্রশ্ন করা হয়, কন্নড় প্রযোজকরা আপনাকে নিষিদ্ধ করেছেন কি না? জবাবে রাশমিকা মান্দানা বলেন, “এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।”

প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন রাশমিকা-বিজয়। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vv9x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন