English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫
- Advertisement -

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। যিনি পর্দায় যতটা নিখুঁত অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন, তেমনি বাস্তব জীবনেও তার মেজাজি স্বভাবের জন্য ততটাই আলোচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘প্রতিশোধ’ নাটকের একটি বিশেষ প্রদর্শনীর স্মৃতি রোমন্থন করতে গিয়ে অভিনেতা শেয়ার করলেন এক চমকপ্রদ ঘটনা, যা প্রকাশ্যে আসতেই আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকার থেকে জানা যায়, একবার মঞ্চ থেকে নেমে হঠাৎ নাকি দর্শকদের মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা। শুধু দর্শকদের মধ্যেই পা রাখেননি, একজনকে চড়ও মারেন। এ বিষয়ে পরেশ বলেন, ‘আমি নিজেকে সেই সময়ে ধরে রাখতে পারিনি। কেউ অনবরত অশ্লীল মন্তব্য করে গিয়েছে। যে ঘটনায় প্রচুর সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই, সেদিন নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী থিয়েটার মালিকরা বলেছিলেন যে, তারা আমাকে আর সেখানে অভিনয় করতে দেবেন না।’ তার কথায়, ‘আমি তাকে তিন-চারবার চড় মেরে আবার মঞ্চে ফিরে আসায় থিয়েটার হলের লোকজন আরও রেগে গিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘রাগ সবসময় আমায় কষ্ট দেয়। আঘাতেরও বিভিন্ন প্রতিক্রিয়া থাকে।

আমি কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে যাই যেটা হয়তো খারাপ।’ পরেশের বাবাও খুব বদমেজাজি ছিলেন। তবে তিনি নিজেকে বুলেটপ্রুফ জ্যাকেটের সঙ্গে তুলনা করেছেন। যাতে কেউ তাকে কখনো স্পর্শ করতে না পারে। এ বছর পরেশ রাওয়ালকে সবশেষ দেখা যায়, আদিত্য সরপোদ্দারের পরিচালনয়ায় নির্মিত সিনেমা ‘থামা’। যেখানে তার পাশাপাশি সিনেমা প্রধান চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vz7q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন