নাচ নয়, ফাইট নয়, গান নয়, অ্যাকটিং নয় এমনকি শরীরচর্চাও নয়; ম্রুনাল ঠাকুর পড়ে ছিলেন ঢোল বাজানোর কাজে! এটা দেখে হয়তো ভাবছেন সে আবার কী কথা। আসলে ‘সন অব সর্দার ২’ সিনেমার চরিত্রের প্রয়োজনে এই অভিনেত্রী রাত-দিন এক করে ঢোল বাজানোর প্রশিক্ষণ নিয়েছেন।
জানা গেছে এই সিনেমার জন্য তিন মাস সময় ধরে ঢোল বাজানোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এমনকি শুটিং সেট থেকে শুরু করে গভীর রাতেও ঢোল বাজানো প্র্যাকটিস করতেন যাতে রাবিয়া চরিত্রিটিকে জীবন্ত করে তুলতে পারেন।
তার ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘সন অফ সর্দার ২’-তে তার প্রাণবন্ত অভিনয় দেখার জন্য।
মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ঢোল অনুশীলন করার ভিডিও শেয়ার করেছেন। কীভাবে তার যাত্রা শুরু হলো সে বিষয়ে এই অভিনেত্রী এখানে কিছু কথা শেয়ার করেছেন। পোস্টে ম্রুণাল লিখেছেন, “এটি সত্যিই উপভোগ্য ছিল। এতে এক ধরনের আনন্দ আছে। এটি আমাকে শান্ত রাখে, আমাকে এগিয়ে নিয়ে যায়। ‘সন অফ সর্দার ২’-এর জন্য ঢোল বাজানো শেখা, সেই মুহূর্তগুলির মধ্যে একটি ছিল… ক্লান্তিকর, রোমাঞ্চকর। তাই আসলে এটি এত বিশেষ। সবকিছুর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। সবার মুখে হাসি ফোটানোর জন্য এটি আমার ছোট একটি চেষ্টা।”
বলা প্রয়োজন, বিজয় কুমার অরোরা নির্মিত ‘সন অফ সর্দার ২’ সিনেমা হতে যাচ্ছে ম্রুণালের প্রথম এত বড় বাণিজ্যিক সিনেমা। ম্রুনাল ঠাকুরের বিপরীতে এখানে অভিনয় করেছেন অজয় দেবগণ।
অ্যাকশন-ড্রামা ‘সন অব সর্দার ২’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১ আগস্ট। যদিও এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৫ জুলাই। কিন্তু ‘সাইয়ারা’ সিনেমার তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সামনে ম্রুণালকে আরও দেখা যাবে ‘ডাকয়েট: আ লাভ স্টোরি’, ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাতে।