মানুষ নানাভাবে বিশ্ব রেকর্ড গড়ে— কেউ লাফিয়ে, কেউ খেয়ে, কেউ আবার ঘুমিয়েও! তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকৃত “রাজা” বলা চলে ডেভিড রাশকে। তিন শতাধিক রেকর্ডের মালিক এই মার্কিন নাগরিকের নতুন সংযোজন— ৩০ সেকেন্ডে ৬৫টি শসা ভেঙে ফেলার রেকর্ড।
এর আগে ৩০ সেকেন্ডে ৫০টি শসা ভাঙার রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রাশ।
গত বছর স্পেন সফরের সময় রাশ জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘এল ওর্মিগুয়েররো’ (El Hormiguero)–তে অংশ নেন। স্পেনের মালাগায় আয়োজিত ওই অনুষ্ঠানে ক্যামেরার সামনে তিনি ২০২৪ সালের ১৬ অক্টোবর এই রেকর্ড গড়েন।
নতুন রেকর্ডের পর ডেভিড রাশ বলেন, ‘আমি এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার গুরুত্ব প্রচারের লক্ষ্যে এই রেকর্ডগুলো করি। আমার সব রেকর্ডই বিজ্ঞানভিত্তিক। আমি চাই মানুষ বুঝুক, শেখার প্রক্রিয়াও হতে পারে মজার, রোমাঞ্চকর ও সৃজনশীল।’
তিনি আরও যোগ করেন, ‘আমি শিক্ষার্থীদের দেখাতে চাই, এসটিইএম শিক্ষাও হতে পারে উত্তেজনাপূর্ণ ও হাতে-কলমে শেখার মতো। হোক সেটা রোবট তৈরি, সেন্সর ডিজাইন করা কিংবা বিশ্ব রেকর্ড গতিতে শসা ভাঙা—সবকিছুই সৃজনশীলতা ও সমস্যা সমাধানের অংশ।’
ডেভিড রাশ একজন লেখক, বক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি এমআইটি (MIT) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং এমবিএ ডিগ্রিধারী। তিনি কেটিভিবির ইনোভেটিভ এডুকেটর, এলএ উইকলির শীর্ষ ১০ বক্তার একজন এবং আইডাহো বিজনেস রিভিউর “অ্যাকমপ্লিশড আন্ডার ৪০” পুরস্কারপ্রাপ্ত। তার বয়স ৩৮ বছর।
