English

27.5 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

গত এক বছরে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের রাজস্ব আয় ৬ কোটি ২৪ লাখ টাকা

- Advertisements -
গত এক বছরে  হাইওয়ে পুলিশ বগুড়া  অঞ্চল  সরকারি কোষাগারে জমা দিয়েছে ৬ কোটি ২৪ লাখ ৪২ হাজার ২৫০ টাকা। মহাসড়কে চলাচলরত  বিভিন্ন যানবাহনের অনিয়ম চলাচল ও জরিমানা থেকে প্রায় সাড়ে ১৮ হাজার মামলা করে এই রাজস্ব আয় অর্জন করে তারা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয় ।
বুধবার (১ অক্টোবর)  দুপুরে বগুড়া  সদরের বারোপুর হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ শহিদ উল্ল্যাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান,  হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চল  রাজশাহী বিভাগের অন্তর্গত হলেও বর্তমানে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহীসহ ৫টি জেলায় তাদের  কার্যক্রম রয়েছে। এই অঞ্চলে ৭টি থানা ও ১টি হাইওয়ে পুলিশ ক্যাম্প রয়েছে। হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে যানবাহন সঠিক নিয়ম ও সঠিক কাগজপত্রের মাধ্যমে পরিচালনা করতে বলা হয়। এরপরেও যারা অনিয়ম করেছে। সরকারি আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়। চলতি বছরে এ পর্যন্ত মোট মামলা হয়েছে ১৮ হাজার ৪০৮টি। এসব মামলা থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৪২ হাজার ২৫০ টাকা। যা সরকারি কোষাগারে জমা হয়েছে। এছাড়া নিষিদ্ধ যানবাহন চলাচলে মামালা হয়েছে ৩ হাজার ১২৯টি। হাইওয়ে পুলিশ বিভিন্ন ধরণের মাদক উদ্বারেও ব্যাপক ভূমিকা রেখেছে। দেশের মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবারমান নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি।
সড়ক দুর্ঘটনা হ্রাস, দ্রুত উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। হাইওয়ে পুলিশ নিজের বাহিনীর মধ্যেই শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছেন। বগুড়া হাইওয়ে রিজিয়নের যদি কোন পুলিশ অপকর্ম বা চাঁদাবাজির সাথে জড়িত থাকার প্রমান মেলে তাহলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ বরাবরই সাংবাদিকদের পাশে নিয়ে কাজ করতে চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেক সময় অনেক মিডিয়া অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করে। ফলে পুলিশের প্রতি জনগণের তীব্র নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। সাংবাদিকদের  অনুরোধ করে তিনি বলেন,  আপনারা সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করলে সবাই উপকৃত হবে। এছাড়া হাইওয়ে পুলিশ বিভিন্ন সময়ে মহাসড়কে নিরাপদে চলাচলে জনসচেতনতা, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং সভা, চালক হেলপার প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভাসহ বিভিন্ন আয়োজন করে থাকে বলেও তিনি জানিয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/w72j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন