English

26.6 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

সালমানকে নিয়ে সিনেমা বানিয়ে ঘুম হারাম করতে চান না নির্মাতা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড নির্মাতা নিখিল আদভানি। তার পরবর্তী সিনেমা ‘বেদা’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, শর্বরী, তামান্না ভাটিয়া প্রমুখ। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে এটি। এ সিনেমার মুক্তি উপলক্ষে লালনটপ-কে সাক্ষাৎকার দিয়েছেন নিখিল।সম্প্রতি আলাপচারিতায় সালমান খানকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এই নির্মাতা। তার ভাষ্য— সালমান খানকে নিয়ে সিনেমা বানিয়ে ঘুম হারাম করতে চাই না।

নিখিল আদভানি বলেন, ‘সালমান খানের সিনেমার আয় ৩০০ কোটি রুপি আয় করতেই হবে। যদি তার সিনেমা ৩০০ কোটি রুপির কম আয় করে, তবে সালমানের মন খারাপ হয়ে যায়। ফলে সিনেমাটি সেভাবেই বানাতে হবে। আমি কোনো চাপ নিতে চাই না। ঘুম হারাম করতে চাইনা।রাতে ভালোভাবে ঘুমাতে চাই। ৩০০ কোটি রুপি আয়ের সিনেমা বানিয়ে মানসিক চাপ বয়ে বেড়াতে চাই না। আমি যা চাই সেই সিনেমাই বানাতে চাই। আমি সালমানকে ভালোবাসি, সে আমার কাছে ঈশ্বরের মতো।’

সালমান খানকে বলিউড ইন্ডাস্ট্রির ঈশ্বর মনে করেন নিখিল। এ তথ্য উল্লেখ করে এই পরিচালক বলেন, “আমার যদি জরুরি প্রয়োজন পড়ে তবে আমি তাকে ফোন করি। আমি জানি সে সবকিছু ছেড়ে ছুটে আসবে। যদি সে বিশাল অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়েও ব্যস্ত থাকে। কেউ যদি তাকে কল করে, তবে সে বলবে, ‘আমি আসছি। সে নিশ্চয়ই কোনো সমস্যায় রয়েছে।’ সে ইন্ডাস্ট্রির ঈশ্বর। কিন্তু ৩০০-৪০০ কোটি রুপির চাপ নিতে চাই না। যদি এটি ঘটে তো ভালো। কিন্তু চাপ নিতে চাই না।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w8nh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন