মোঃ আলাল উদ্দিন: আজ ভৈরবে পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর রবিবার ভৈরব বাজার খোদেজা খানম হাই স্কুল প্রাঙ্গনে সকাল ১১ টায় ভৈরব পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও ভৈরব পৌর প্রশাসক শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো: আরিফুল ইসলাম, ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর, ভৈরব উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ মারুকী শাহীন, উপজেলা যুবদল আহবায়ক ও নিরাপদ সড়ক চাই এর সহ -সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ভৈরব উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ভৈরব উপজেলা ঔষধ ব্যবসায়ি সমিতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন কুমার পাল, ভৈরব পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ ইসমাইল প্রমূখ।
সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। পৌরসভা থেকে নিয়মিত মশা নিধন কার্যক্রম অব্যাহত আছে, প্রত্যেকের বাড়ির চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকদের দায়িত্ব। সারাদেশের মতো ভৈরব পৌরসভা ও ইউনিয়ন সমূহে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানান বক্তাগণ।
সভায় ডেঙ্গু, চিকুনগুণিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি সভায় জানান যে অচিরেই ভৈরব বাজার সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উক্ত মোবাইল কোর্টে যাদের বাড়ির চারপাশ অপরিচ্ছন্ন ও ফুলের টব, পরিত্যক্ত ক্যান,বিভিন্ন কৌটা, মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র, প্লাস্টিকের ড্রাম ও নারিকেলের খোসায় পানি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। সভায় স্কুলের শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার স্টাফ সমূহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভৈরব পৌরসভার সহকারি লাইসেন্স ইন্সপেক্টর সাংবাদিক তুহিনুর রহমান মোল্লা। উল্লেখ্য যে, ভৈরব পৌরসভার প্রশাসক শবনম শারমিনের নেতৃত্বে ভৈরব পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ভৈরব উপজেলার ইউনিয়ন সমুহ ও শহরের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।