মোঃ আলাল উদ্দিন: ভৈরব পৌর এলাকার ঐতিহ্যবাহী বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ আজ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কুলের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ডিজিএফআইয়ের সাবেক উপ-পরিচালক (অব.) মোঃ শহীদউল্লাহ, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আক্তারুজ্জামান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, স্কুলের পরিচালক মোঃ মোমেনুল হকসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল মিয়া। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
