English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্টে বেরিয়ে এলো পুলিশের লুট হওয়া পিস্তল

- Advertisements -

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি সেমি অটোমেটিক পিস্তল বিক্রি করার সময় নোয়াখালীর সেনবাগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনির আহম্মদ (২২)। তিনি উপজেলার কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার রাতে হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শনিবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদের আদালতে হাজির করা হয়। রিমান্ডের ব্যাপারে পরে শুনানি হবে জানিয়ে আসামিকে জেলা কারাগারে পাঠান আদালত। সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুট করে। শুক্রবার সেনবাগ থানা পুলিশ গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে উপলোর কাদরা ইউনিয়নের মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে।

অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা হচ্ছে। এমন তথ্য পেয়ে সেনবাগ থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে সেনবাগ থানা পুলিশের একটি দল রাত সোয়া ৯টার দিকে হানিফ বাবুর্চির নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় মনির আহাম্মদকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে সেমি অটোমেটিক ৭.৬২ এম. এম পিস্তল উদ্ধার করা হয়।

সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোজাম্মেল জানান, কাইয়ুম নামে একজন কয়েক দিন আগে চাচাত ভাই মনির আহাম্মদের কাছে অস্ত্রটি বিক্রি করার জন্য রেখে যায়। শুক্রবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি স্ট্যাটাসে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মনির ঘর থেকে ওই পিস্তল নিয়ে একজনকে গুলি করতে গেলে স্থানীয় পিয়াস নামের এক যুবক তা দেখে ফেলেন। তিনি সেনবাগ থানার ওসিকে বিষয়টি জানান। এ ঘটনায় সেনবাগ থানার এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে শনিবার অস্ত্র আইনে একটি মামলা করেন।

নোয়াখালী আদালত পরিদর্শক মোাহাম্মদ শাহ আলম জানান, সেনবাগ থানা পুলিশ অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এক যুবককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার বিকেলে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত রিমান্ডের বিষয়ে পরে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মনির আহাম্মদ জানায়, তার প্রতিবেশী ও আত্মীয় কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রাখে। অস্ত্রটি ঢাকা মেট্রোপলিটন এলাকার একটি থানা থেকে লুট হওয়া। যে লুটের ঘটনায় কাইয়ুম সরাসরি অংশগ্রহণ করেছিল। এ ঘটনায় সেনবাগ থানায় নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wc5l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন