English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

জায়েদের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার অভিযোগ: ইলিয়াস কাঞ্চনের কাছে বিচার চাইলেন ওমর সানী

- Advertisements -

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানী জায়েদ খানকে চড় মারেন। এরপর জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ এমনটা নিজেই জানিয়েছেন ওমর সানী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।

বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানি। অভিযোগপত্রে ওমর সানি লেখেন, আমি ওমর সানি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর যাবৎ চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জনাব জায়েদ খান গত চার মাস যাবৎ আমার স্ত্রী আরিয়া পারভীন জামান মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে।

আমার সুখের সংসার ভাঙ্গার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এই ব্যাপারে তাকে হোয়াটসএ্যাপে মেসেজ দিয়ে বার বার বুঝানাে চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু উক্ত বিষয়ের কোন সমাধান হয়নি।

ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরােধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

ওমর সানি বলেন, আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না।

উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনাপূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wcah

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Shamim reza
Shamim reza
3 years ago

জায়েদ খান ও একজন শিল্পী আর গামছা ও একটা কাপড়! 😀😀😀😀

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন