নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহামুদ আল হাফিজ অভি প্রমুখ।
উপহার বিতরণে সহযোগিতা করেন কুষ্টিয়া নিউ সান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে নিসচার এমন উদ্যোগকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসা করেছেন।
