English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

- Advertisements -

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

পুলিশ জানায়, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় রেললাইনের ওপর মা ও ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এর কিছুক্ষণ পর সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। ওই ঘটনায় উদ্ধার করতে যাওয়া ওই ব্যক্তি আহত হন।

এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wgpx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

চমকে দিলেন নুসরাত ফারিয়া

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন