নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান, পরে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে থামিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় হারমানপ্রীত কৌরের দল।
ম্যাচ শেষে মাঠে ও হোটেলে উল্লাসে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। দলের সদস্যদের নানা ভঙ্গিমায় আনন্দ প্রকাশের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে জেমিমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানার একসঙ্গে তোলা একটি ছবি।
জেমিমা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যায়, জেমিমা ও স্মৃতি হোটেল রুমে বিশ্বকাপ ট্রফির পাশে শুয়ে আছেন, দুজনের মুখে তৃপ্তি ও আনন্দের হাসি।
ঐতিহাসিক এই জয়ের পর দলের অন্যতম তারকা স্মৃতি মন্ধানা ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে জানান, এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে ভারত সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
স্মৃতি বলেন, ‘আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া জানাবো। এখনো বিশ্বাস হচ্ছে না। ক্রিকেট মাঠে কখনো এতটা আবেগী হইনি। ঘরের মাঠে বিশ্বকাপ জেতা-একেবারেই অবাস্তব লাগছে।’
