মোঃ নূর ই আলম হোসেন: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
এর আগে দিবসটি উপলক্ষে এদিন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া বলেন, এ মেলায় সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি নিয়োগদাতা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। উপযুক্ত ও যোগ্য প্রার্থী পাওয়া গেলে এখান থেকেই চাকরির সুযোগ ও নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
