English

29.1 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫
- Advertisement -

বড়লেখায় নিসচা’র দপ্তর সম্পাদক এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সফল দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত ১০ টায় নিসচা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য মো. জাকারিয়া আহমেদ।

এতে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, ব্যবসায়ী আতিকুর রহমান, আব্দুর রাজ্জাক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নিসচা’র সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য অজিত রবিদাস, শাহাব উদ্দিন, আফজাল হোসেন রুমেল, ছায়দুল আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কর্মের মাধ্যমে মানুষ অনন্তকাল বেঁচে থাকে। নিসচার দপ্তর সম্পাদক এনাম উদ্দিন সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সাংগঠনিক দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

নিসচার বিদায়ী দপ্তর সম্পাদক সংবর্ধিত অতিথি এনাম উদ্দিন বলেন, আমার প্রানপ্রিয় সংগঠন তাৎক্ষণিক যে আয়োজন করে আমাকে মূল্যায়ন করেছে তা স্মরণীয় হয়ে থাকবে। বিদায় বেলায় নিসচা পরিবারের এই আয়োজন আমার অনুপ্রেরণা যোগাবে তাছাড়া সংগঠনে আমি যেভাবে ছিলাম প্রবাসে থেকেও সেভাবে থাকবো এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে প্রবাসীদের নিয়ে সেখান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবো। সর্বোপরি নিসচা পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনুষ্ঠানের শেষের দিকে অতিথিবৃন্দসহ নিসচা পরিবারের নেতৃবৃন্দরা বিদায়ী দপ্তর সম্পাদক এনাম উদ্দিন এর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। পরে সকল প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি জিয়াউল হক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wmv7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন