English

26.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
- Advertisement -

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জয়ের মৃত্যু

- Advertisements -

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। গত ১৫ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে। তবে শেষরক্ষা হলো না জয়ের।

সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন টালিউড তারকা জয়। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

তার সঙ্গে থাকা ছোটু নামের এক যুবক জানিয়েছেন, সিওপিডির রোগী ছিলেন অভিনেতা। গত ১৫ আগস্ট অসুস্থ হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই ভেন্টিলেশনে দিতে বলা হয়। এরপর গত ১৬ তারিখ বের করা হলেও পরদিন  ১৭ আগস্ট ফের ভেন্টিলেশন দিতে হয় অভিনেতা জয়কে।

এরপর এদিন সকালে হার্ট অ্যাটাক হয়। আর বেলা ১১টা ৩৫ মিনিটে মৃত্যু হয় অভিনেতার।

এক সময় অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে ছিলেন জয়। দুই বাড়িতে মেনেও নেয় এই সম্পর্ক। বিয়ের কথাও হয়। তবে বিচ্ছেদ হয়ে যায়। ‘অভাগিনী’ আর ‘হীরক জয়ন্তী’ দুটো ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছিলেন জয় আর চুমকি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আর একসঙ্গে কাজ করেননি।

দীর্ঘ কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে অভিনয়ের পর ২০১৪ সালে রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিন অভিনেতা জয়। নির্বাচনে বীরভূম থেকে মনোনয়নও দেয়া হয়েছিল তাকে। কিন্তু তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেরিয়া কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। এ নির্বাচনেও পরাজিত হন অভিনেতা। এর পরপরই অবশ্য রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতা জয়ের। বিভিন্ন সময় দলের বিরুদ্ধেও কথা বলতে দেখা গেছে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wsyg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন