English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

১২ বছর পর বিশ্বমঞ্চে ফিরতে কার ওপর ভরসা রাখল ইতালি?

- Advertisements -

ইতালি জাতীয় দলের দায়িত্বে আসছেন সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জেনারো গাত্তুসো। লুসিয়ানো স্পালেত্তিকে সরিয়ে তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন।

বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন এই খবর। তিনি জানান, ইতালি জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে গাত্তুসোর সমঝোতা চূড়ান্ত হয়েছে। সামনে সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টকে লক্ষ্য করে গাত্তুসোই হবেন আজ্জুরিদের নতুন কাণ্ডারি।

বিশ্বকাপ বাছাইপর্ব চলাকালেই স্পালেত্তির বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। এমনকি মোলদোভার বিপক্ষে ম্যাচেই কার্যত তিনি ছিলেন দলের বাইরে।

২০১৪ সালের পর থেকে আর বিশ্বকাপে দেখা যায়নি ইতালিকে। এরপর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুর ম্যাচেই যখন হেরে বসে ইতালি, তখন দলটার পুরোনো শঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। সে কারণেই কোচ বদলেছে দেশটির ফেডারেশন।

এরপর দলের কোচ হয়ে এলেন গাত্তুসো। এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তিনি বলেন, ‘গাত্তুসো এখন ইতালির নতুন কোচ। আমরা সম্ভবত সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নিয়েছি।’

২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালির চতুর্থ শিরোপা জয়ের পথে গাত্তুসো ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। মার্কেলো লিপ্পির অধীনে তিনি মিডফিল্ডে আন্দ্রেয়া পিরলোর সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে দলের ভারসাম্য রক্ষা করেছিলেন। এখন সেই গাত্তুসোই দায়িত্ব নিলেন তার দেশকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wvoe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন