চা চুলায় বসিয়ে বেমালুম ভুলে গেছেন। পোড়া গন্ধ নাকে লাগতেই এসে দেখলেন পাত্র পুড়ে কালচে হয়ে গেছে একেবারে। এই পোড়া দাগ কীভাবে দূর করবেন? জেনে নিন টিপস।
- চায়ের পাত্রের ভেতর ও বাইরে ভালো করে বাকিং সোডা লাগিয়ে নিন। পাঁচ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার স্ক্রাবার দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করে ফেলুন। পাত্রের দাগ উঠে যাবে।
- অর্ধেক লেবু কেটে পোড়া পাত্রে ভালোভাবে ঘষুন। তারপর পাত্রটি গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।
- বেকিং সো়ডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পাত্রের গায়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।
- পোড়া পাত্রে পানি ভর্তি করে তাতে ২ চা চামচ লবণ এবং বাসন পরিষ্কারের তরল সাবান দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর আঁচ নিভিয়ে এক ঘণ্টা এভাবেই রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষলেই পোড়া দাগ উঠে যাবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wwxw