একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত এবং সানি দেওল। ছবির নাম রাখা হয়েছে ‘বাপ’। আজ বুধবার ছবিতে তাদের লুক প্রকাশ করা হয়েছে। লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল।
মিঠুন-জ্যাকি-সানি-সঞ্জয় চারজনই বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা। ৮০ ও ৯০ এর দশকটা মাতিয়ে রেখেছিলেন তারা। তাদের নিয়ে অ্যাকশন ঘরানার ছবি ‘বাপ’ পরিচালনা করছেন বিবেক চৌহান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x6a9