English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫
- Advertisement -

মাদকাসক্তি কেড়ে নিল শন উইলিয়ামসের ক্যারিয়ার

- Advertisements -

জিম্বাবুয়ে ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেল। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, মাদকাসক্তির কারণে তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না।

গত মাসে আফ্রিকা অঞ্চলের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন ৩৯ বছর বয়সী উইলিয়ামস। প্রথমে কারণ জানা না গেলেও পরে বিষয়টি স্পষ্ট হয়, তিনি ডোপ টেস্টে ধরা পড়ার আশঙ্কায় নিজেই সরে দাঁড়ান।

বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে উইলিয়ামস স্বীকার করেন, তিনি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন এবং বর্তমানে স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে (রিহাব) অংশ নিয়েছেন।

এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, ‘আমরা আমাদের সব ক্রিকেটারের কাছ থেকে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ডোপ নীতিমালা মেনে চলার সর্বোচ্চ মান প্রত্যাশা করি। উইলিয়ামসের আচরণগত সমস্যা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’

বোর্ড আরও জানায়, তার বর্তমান চুক্তি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, তবে এর নবায়ন করা হবে না।

তবে, দীর্ঘ ক্যারিয়ারে উইলিয়ামসের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে জেডসি। তারা জানান,’প্রায় দুই দশকের ক্যারিয়ারে শন উইলিয়ামস মাঠে ও মাঠের বাইরে জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও ভবিষ্যতের সাফল্য কামনা করছি।’

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শন উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে ৮৬ টেস্ট, ১৫৪ ওয়ানডে ও ৮১টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার এবং মাঝে মাঝে নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x911
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন