English

27.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

হানিয়া আমির ইস্যুতে আইনি ব্যবস্থা নেবেন হাসান মাসুদ

- Advertisements -

নাসিম রুমি: অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। এই বিরতির পরও প্রায়ই খবরে উঠে আসেন তিনি। একসময়ের জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে এবার যা ঘটল তা রীতিমতো দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি পোস্ট। সেখানে দাবি করা হয়েছে— রাজধানীর একটি অনুষ্ঠানে হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান এ অভিনেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে বেশ কিছু ভুল তথ্য ও বর্ণবাদী বিবরণ রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ সফরে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হানিয়া আমির প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমি তাকে চিনি না, জানি না। সে কবে বাংলাদেশে এসেছে, কবে যাবে, তাও জানি না।

হাসান মাসুদ বলেন, সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে যে— এমন একটা আজগুবি খবর ছড়ায় কীভাবে? এটা দায়িত্বহীনতার পরিচয়। আমাকে নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ব্যাপারটি আমার জন্য ভীষণ অপমানজনক।

তিনি বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য এটা করা হয়েছে। যারা এমন তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, তারা যদি এটি সংশোধন না করে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। প্রথমবারের মতো তার বাংলাদেশ সফর তরুণদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xa09
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন