রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা একাডেমিক ভবনের সামনে ট্রাক চাপায় চারুকলা অনুষদের শিার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হিমেলের বাড়ি বগুড়ার লতিফপুর গ্রামে। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইনিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনায় ক্ষুব্ধ শিার্থীরা। তারা নির্মানাধীন ভবনের আরো পাঁচটি ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাস্থল থেকে এখনো লাশ উদ্ধার না হওয়ায় ভিসির বাড়ি ঘেরাও করেছে শিক্ষার্থীরা। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করতে চাইলেও, শিার্থীরা লাশ নিতে দেয়নি।
এদিকে লাশ উদ্ধারে আসেনি বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। এ বিষয়ে প্রক্টর লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়েছিল।
নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকটি ভবন থেকে বের হওয়ার সময় ওই দুই শিার্থীকে চাপা দেয়। ওই সময় হিমেলসহ আরেক শিক্ষার্থী শহীদ হবিবুর রহমান হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমেলের। আহত আরেক শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xamk