English

26.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

চয়নিকার সিনেমায় মাহফুজ আহমেদের নায়িকা বুবলী

- Advertisements -

শবনম ইয়াসমিন বুবলী। ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খানের নায়িকা হয়ে সিনেমাতে পা রাখেন। বর্তমানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন সময়ের সেরা নায়িকা হিসেবে। হাফ ডজনেরও বেশি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ততা তার।

বৈচিত্রময় গল্পে নানা রকম চরিত্রে একাধিক নায়কের সঙ্গে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় বুবলী সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর সিনেমায়। সেখানে তিনি জুটি বাঁধছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ সঙ্গে।

সিনেমার নাম ‘প্রহেলিকা’। বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। তিনি বলেন, ‘স্বপ্নের মতো একটি প্রজেক্ট। মাহফুজ আহমেদ আমার খুবই পছন্দের একজন অভিনেতা। উনার সঙ্গে জুটি হয়ে কাজ করাটা তো অন্যরকম আনন্দ দিচ্ছে। সেইসঙ্গে চয়নিকা দিদির সঙ্গেও কাজ করতে মুখিয়ে আছি।’

এদিকে সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘বুবলী ও মাহফুজ; দুজনের সঙ্গেই কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে দুজনকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছি। আশা করছি ভালো কিছু তৈরি হবে।’

সিনেমাটির শুটিং কবে থেকে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একটু সময় নিচ্ছি। কারণ, এবার ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিখুঁতভাবে শেষ করে শুটিং শুরু করতে চাই। আশা করছি ১ জুন থেকে শুটিং শুরু করতে পারব।’

এই সিনেমার কাজের মধ্য দিয়ে অনেকদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সর্বশেষ অভিনয় করছিলেন ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। তারমধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’ দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আশির দশকের বিনোদন সাংবাদিক থেকে অভিনেতা হওয়া মাহফুজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xd1k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন