বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
রফিকুল ইসলাম নামের স্থানীয় একজন বাসিন্দা বলেন, হঠাৎ করে বিমানটি বাঁশবাগানে পড়ে যায়।
আইএসপিআর এক গণমাধ্যমকে জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xldj