সোমবার(৩১) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান সোমবার নমুনা পরিক্ষায় ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন। আক্রান্তের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালেরই তিনজন রয়েছেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৫৪ টি নমুনা পরীক্ষায় ৫২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের ১৯ জন ও হবিগঞ্জ জেলার ২৩ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৯৮ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭৪৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৮২ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৫৬৪ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫১৫ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৭ হাজার ৮১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪১২২, সুনামগঞ্জে ১৬৫৮, হবিগঞ্জে ১০০৯, মৌলভীবাজারে ১০২৭ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xnny
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন