English

27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

নওগাঁর বদলগাছি উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য প্রত্যাহার করায় সাংবাদিক ঐক্য জোটের কর্মসূচি স্থগিত

- Advertisements -

নূর ই আলম হোসেন: নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির(ইউএনও) বক্তব্য ছিল ‘মিডিয়া টাকা ছাড়া নিউজ কাভার করে না‘ এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি জনিত’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করায় সাংবাদিক ঐক্য জোটের ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন।

গত ১২ নভেম্বর/২৫ ইং তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং মানববন্ধন সহ ইউএনও’র ইসরাত জাহান ছনি’র অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।

তারই ধারাবাহিকতায় আজ অর্থাৎ ১৯-১১-২০২৫ ইং তারিখ বুধবার সকাল ১০ টায় উপজেলা গেটের সামনে মানববন্ধনের আয়োজন করলে পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও ইসরাত জাহান ছনি উপজেলার কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি ভিডিওতে প্রকাশিত বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা ও অনভিপ্রেত’ উল্লেখ করে তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সকল কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান।

তাঁর দুঃখ প্রকাশে আজ ২৪ নভেম্বর সাংবাদিক ঐক্যজোট ঘোষণা করা সকল কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
বিগত ঘটনার পটভূমি ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও ইসরাত জাহান ছনি সাংবাদিকদের নিরাপদ পেশাদারিত্ব নিশ্চিত করার আশ্বাসসহ ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সদর ইউনিয়নের প্রশাসক মো. ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সাংবাদিকরা।

সাংবাদিকগণ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xnti
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন