এক সময়ের সেরা নাশিদ শিল্পী নওশাদ মাহফুজের গাওয়া নাশিদে কণ্ঠ দিলেন কন্টেন্ট ক্রিয়েটর সাইদুল হাসান। সামাজিক মাধ্যমে মূলত বিনোদনধর্মী নির্মাণ করে আসছিলেন। এবার নাশিদে কণ্ঠ দিলেন। ‘সেরা জান্নাত’ শিরোনামে নাশিদর কথা ও সুর করেছেন নিয়াজ মাখদুম। এরই মধ্যে নাশিদের স্ট্রুডিও ভার্সনের ভিডিও নির্মিত হয়েছে।
গত ৮ বছর ধরে নিয়মিতভাবে নিজের ইউটিউব চ্যানেল ‘হাসান সাইদুল’ ও ‘চিঠি’ তে ভিডিও প্রকাশ করে আসছেন তিনি। মূলত সাক্ষাৎকারভিত্তিক ভিডিওর জন্য পরিচিত হলেও সম্প্রতি নাশিদ শিল্পী হিসেবেও দর্শকের মন জয় করেছেন।
নিজের সঙ্গীত যাত্রা নিয়ে সাইদুল হাসান জানিয়েছেন, সামনে আরও দুটি নাশিদ প্রকাশের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে ইসলামী সংগীত আমার কাছে শুধু সংগীত না বরং হৃদয়ের অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। সেরা জান্নাত নাশিদটি আমার কাছে মনে হয় একটি মুনাজাত। যে কেউ তা বিশ্বাস করবেন।’
রাজনৈতিক, সমসাময়িক ইস্যু ও নাশিদের সমন্বয়ে ইউটিউব দর্শকদের জন্য নতুন ধরনের কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাইদুল হাসান। নাশিদে নিয়মিত কণ্ঠ দিয়ে যাবেন বলেও জানান তিনি।