নাসিম রুমি: সম্প্রতি শাহরুখ খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। সমীরের দাবি, আরিয়ানের ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ মূলত তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তাই তিনি শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন। তবে সমীরের এই আবেদন বাতিল করেছে দিল্লি হাইকোর্ট।
মামলাটির শুনানির উপযুক্ত জায়গা দিল্লি হাইকোর্ট নয় বলে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের নেতৃত্বে গঠিত বেঞ্চ রায় দিয়েছে। এই মামলা গ্রহণের এক্তিয়ার তাদের নেই বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও ‘ব্যাডস অফ বলিউড’-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমীর।
প্রাক্তন এনসিবি আধিকারিকের দাবি, শাহরুখের প্রযোজনায় নির্মিত এই সিরিজ়ে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। একজন সরকারি আধিকারিকের চরিত্রকে অপমান করা হয়েছে। শুধু তাই নয়, এই চরিত্রের সঙ্গে সমীরের মুখের মিলও রয়েছে বলে তাঁর দাবি। শুধু তাই নয়, ওই চরিত্রটির মুখে বার বার শোনা গিয়েছে ‘সত্যমেব জয়তে’। যা সমীরও বাস্তবে একাধিক বার বলেন।
‘দ্য ব্যাডস অফ বলিউড’ মূলত পরিচালক হিসেবে আরিয়ান খানের প্রথম আত্মপ্রকাশ। যেখানে ববি দেওল, মনোজ পাহওয়া, রাঘব জুয়াল, রজত বেদী এবং গৌতমী কাপুর-সহ একঝাঁক তারকাকে দেখা গিয়েছে। সেই সিরিজ়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে হওয়া মামলা সরাসরি খারিজ করল দিল্লি হাইকোর্ট। এ বার কোন পথে হাঁটবেন সমীর?
