English

28.5 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
- Advertisement -

নিজের ধর্মীয় বিশ্বাস ও চর্চা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না: জোনায়েদ সাকি

- Advertisements -

নিজের মতামত, নিজের ধর্মীয় বিশ্বাস, নিজের চর্চা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি।

এর আগে জোনায়েদ সাকি ঢাকেশ্বরী পূজামণ্ডপে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের অস্তিত্ব ও গঠনের ভিত্তি হচ্ছে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। এই দেশে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা আমাদের সমুন্নত রাখতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। নাগরিকের ধর্মীয় পরিচয়, তার জাতিগত পরিচয়, লিঙ্গীয় পরিচয়, তার বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, তার জীবনচর্চা যা-ই হোক না কেন, প্রত্যেকে নিরাপদে মাথা উঁচু করে এই দেশে থাকবে। যারা এটাকে নস্যাৎ করার চেষ্টা করবে, তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধেই দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের সকল মানুষের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের আহ্বান এটাই- এই দেশে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হোক। নিজের মতামত, নিজের ধর্মীয় বিশ্বাস, নিজের চর্চা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। সেই প্রতিরোধের শক্তি তৈরি হোক। সেই শক্তি আমাদের সম্প্রীতির মধ্যেই আমরা তৈরি করতে পারব এই আশা রাখি।

এসময় পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীর সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মোল্লা, সম্মিলিত পেশাজীবী সংহতির কেন্দ্রীয় সংগঠক অ্যাড. রেজাউল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির সদস্য সাইফুল্লাহ সিদ্দিক রুমন, চকবাজার থানার আহ্বায়ক জয় ভৌমিক, লালবাগ থানার আহ্বায়ক টিটু মিয়া, মিরপুর থানার যুগ্ম আহবায়ক রতন তালুকদার দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xv3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন