English

31.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

আমরা তিন খান শুধু নই! অজয়-অক্ষয়-হৃতিকও সুপারস্টার

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে ‘তিন খান’ — শাহরুখ, সলমন আর আমির — এই ট্যাগটা বহু বছর ধরেই চালু। কিন্তু এবার সেই ধারণাতেই জোর আপত্তি তুললেন আমির খান। রাজ শামানির এক সাক্ষাৎকারে তাঁকে যখন জিজ্ঞেস করা হয়, ঠিক কী কারণে তাঁকে তিন খানের একজন বলা হয়, তখনই স্পষ্ট করে দিলেন—এই ধরণের তকমা তাঁকে আহত করে। তাঁর মতে, অক্ষয় কুমার, অজয় দেবগণ ও হৃতিক রোশনেরও তাঁদের তিন খানের মতো সমান কৃতিত্ব পাওয়া উচিত।

“আমার খারাপ লাগে, যখন শুধু আমাদের (তিন খান) নাম নেওয়া হয়,”—খোলামেলা স্বীকারোক্তি আমিরের। তিনি বলেন, “শাহরুখ, সলমন, আমার নাম নেওয়া ভুল নয়, ভাল-ই লাগে। কিন্তু অজয়, অক্ষয়, হৃতিক —ওরাও তো একই সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাঁরাও সফল হয়েছেন, তাঁদের নাম আলোচনা থেকে বাদ পড়ে দেখে আমার কষ্ট হয়।”

আটের দশকের শেষ দিকের পুরো প্রজন্মকেই সম্মান দেওয়া উচিত বলে জানান আমির। তাঁর কথায়, “শুধু আমরা তিন খান নয়। আমাদের প্রজন্মে আরও অনেকে আছেন, যারা ৩০-৩৫ বছর ধরে কাজ করছেন। এটা কোনও সাধারণ ব্যাপার নয়। প্রত্যেকেই বড় হিট দিয়েছেন, প্রত্যেকেই সফল হয়েছেন। আমি চাই, এই ভুল ধারণাটা শুধরানো হোক।”

তবে কেন শুধুই ‘তিন খান’-এর নাম উঠে আসে বারবার? এ প্রশ্নের জবাবে আমির বলেন, সম্ভবত তাঁদের ছবিগুলির বক্স অফিস সাফল্যই এর কারণ। তাঁদের ছবিগুলি রেকর্ড ভেঙেছিল, ব্যবসা করেছিল অনেক বেশি।

প্রসঙ্গত বলিউডে আমির খান পা রাখেন ক্যায়ামত সে ক্যায়ামত তক ছবির মাধ্যমে (১৯৮৮), সলমন খানের ক্ষেত্রে তা ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯), দিওয়ানা ছবির মাধ্যমে শাহরুখ খান (১৯৯২) .তার অল্প সময় আগে অক্ষয় কুমার -সওগন্ধ (১৯৯১) এবং অজয় দেবগণ – ফুল অউর কাঁটে (১৯৯১) । এদের ঢের পরে অবশ্য বড়পর্দায় পা রাখেন হৃতিক রোশন – কহো না প্যায়ার হ্যায় (২০০০)।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xwy1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন