যৌন নিপীড়নের দায়ে যেতে হয়েছিল জেলে, যদিও পরে বাতিল হয় সাজা। ব্রাজিলের সেই দানি আলভেসকে নিয়ে চমকপ্রদ খবর দিয়েছে ইএসপিএন। ৪২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার নাকি একটি পর্তুগিজ ক্লাব কেনার জন্য আলোচনা করছেন এবং ছয় মাস তাদের হয়ে খেলতে চান।
ইএসপিএন’র প্রতিবেদন খবর অনুযায়ী, পর্তুগালের তৃতীয় বিভাগের দল সাও জোয়াও দে ভেরকে কেনার চুক্তি চূড়ান্ত করার পর্যায়ে আছেন আলভেস। চুক্তিটি হলে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হবেন তিনি। এরপর সেখানে খেলোয়াড় হিসেবে ছয় মাসের চুক্তি করে মৌসুমের বাকি অংশে খেলার লক্ষ্য তার। সাও জোয়াও দে ভের বর্তমানে তাদের লিগে নবম স্থানে আছে।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয় আদালত। পরের মাসে কারাগার থেকে জামিনে ছাড়া পান তিনি। তার বিরুদ্ধে মামলায় ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ রয়েছে উল্লেখ করে এই বছরের মার্চে সাজা বাতিল করে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের হাই কোর্ট।
প্রায় তিন বছর ধরে ফুটবলের বাইরে দানি আলভেস। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে খেলা আলভেস ২০২৩ সালের জানুয়ারির পর আর ফুটবল খেলেননি। ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার হওয়ার পর আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করে তার তখনকার ক্লাব পুমাস। পরে সম্পর্ক ছিন্ন করে তার স্ত্রী জোয়ানা সানস। ব্রাজিলের হয়ে আলভেস খেলেছেন ১২৬ ম্যাচ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন তিনি।
