ব্রেইন টিউমারে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গেল মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে এলে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা।
বাংলার নায়ক, মানবতার প্রতীক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
তিনি বলেন — “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বাংলার নায়ক ইলিয়াস কাঞ্চন ভাই। আপনার নেতৃত্বেই আমরা নিরাপদ সড়ক আন্দোলনে আশার আলো দেখতে পেয়েছি। আপনার সাহস, ধৈর্য আর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। এই কঠিন সময়ে আমরা সবাই আপনার পাশে আছি। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুক, যেন আপনি আবার আমাদের মাঝে ফিরে আসেন, সেই একই সাহসিকতা ও সংগ্রামের মনোভাব নিয়ে।”
মনির খান আরও বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন নায়ক নন — তিনি একজন যোদ্ধা, যিনি নিজের ব্যক্তিজীবনের কষ্ট ভুলে মানুষের নিরাপত্তার জন্য লড়ে যাচ্ছেন। তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা চিরন্তন।”