টমেটো এমন এক সবজি (আসলে ফল) যা খুব কম ক্যালরিতে বিপুল পুষ্টিগুণ দেয়। কাঁচা টমেটো দিয়ে বানানো সালাদ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের ভেতরে চলমান নানা জরুরি প্রক্রিয়াকেও সাহায্য করে।
সহজে হজম হওয়া এই খাবারটি নিয়মিত খেলে শরীর পায় ভিটামিন, খনিজ ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের সমন্বয়—যা সামগ্রিক সুস্থতায় বড় ভূমিকা রাখে।
প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন
টমেটোর সালাদের সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান লাইকোপেন — একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণা বলছে, লাইকোপেন সমৃদ্ধ খাবার হৃদ্রোগের ঝুঁকি কমাতে পারে এবং ত্বকের ক্ষতি প্রতিরোধেও সহায়ক। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম ও ফলেট — যেগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে চোখের সুস্থতা পর্যন্ত সবকিছুই করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ
টমেটোর সালাদ নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। পটাশিয়াম রক্তনালীর চাপ সামলে রাখতে কাজে দেয়, আর ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে। যারা ওজন কমানোর পথে আছেন, তাদের প্লেটে টমেটোর সালাদ হতে পারে আদর্শ সাইড ডিশ। কারণ, এতে ক্যালরি কম, পানি ও ফাইবার বেশি, ফলে দ্রুত পেট ভরে আসে।
সালাদে টমেটোর সঙ্গে শসা, পেঁয়াজ, লেবুর রস, অলিভ অয়েল বা ধনেপাতা যোগ করলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তবে লবণ কমিয়ে দেওয়া ভালো।
