সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি টাকা। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাট দাঙ্গা নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিক্যুয়াল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ। সম্প্রতি মুক্তি পায় তার আরেক ব্লকবাস্টার ফিল্ম ‘থুদারুম’।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি টাকা। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরো বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা। তবে ইতিমধ্যেই মালয়ালাম সিনেমার ইতিহাসের এক দারুণ অধ্যায়ের মালিক হয়ে গেছেন মোহনলাল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y2gt