নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২ অক্টোবর দ্বিতীয় দিন কাকরাইল মোড়ে অনুষ্ঠিত হয় ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে একটি অনিয়ম। যদি চালক, পথচারী ও যাত্রীরা সচেতন হন, তবে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না, সিটবেল্ট ছাড়া গাড়ি চালাবেন না। নিজের জীবনের মূল্য যেমন আছে, তেমনি অন্যের জীবনও সমান মূল্যবান। নিরাপদ সড়ক গড়তে হলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাই সবচেয়ে বড় শক্তি।
নিসচার কেন্দ্রীয় নেতারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমিয়ে আনা-ই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এজন্য তারা চালক, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
ক্যাম্পেইনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে জহিরুল ইসলাম মিশু, মোঃ কাইয়ুম খান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি সাধারণ সদস্য মান্নান ফিরোজ, আল আমীন, আনারুল হক ও মামুন কায়সার লিমনসহ অন্যান্ন নেতৃবৃন্দরা।