English

26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

বিরতি ভেঙে ফিরছে বিটিএস, জানা গেল দিনক্ষণ

- Advertisements -

তিন বছর বিরতির পর ফেরার প্রস্তুতিতে বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে ২০২২ সালের পর থেকে কার্যক্রম বন্ধ ছিল সাত সদস্যের এই ব্যান্ডটির। এরই মধ্যে আরএম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করেছেন। আগামী ২১ জুন সুগাও সামরিক দায়িত্ব শেষ করবেন। ফলে প্রায় তিন বছর পর আবার একত্র হচ্ছেন বিটিএস সদস্যরা।

বিটিএসকে সর্বশেষ পারফর্ম করতে দেখা গিয়েছিল ২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে। সেদিন ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক দায়িত্ব শেষে আরও চমৎকার গান নিয়ে ফিরবেন তারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

ব্যান্ডটির ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হাইব করপোরেশন জানিয়েছে, ২০২৬ সালের মার্চে বিটিএস আবার মঞ্চে ফিরবে। থাকবে নতুন গান, কনসার্ট ও চমকপ্রদ সব আয়োজন। কোরিয়া হেরাল্ডকে দেওয়া এক বিবৃতিতে হাইব জানিয়েছে, ফিরতি আয়োজন নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। ব্যান্ড সদস্যদের সৃজনশীল প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়ও রাখা হচ্ছে।

এই সময়েই ফেরার কথা ছিল আরেক কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুগেদারের (টিএক্সটি)। তবে সিনিয়র ব্যান্ড বিটিএসকে জায়গা দিতে তাদের ফেরার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। কোরিয়া হেরাল্ডকে এক সূত্র জানায়, বিটিএস ২০২৬ সালের মার্চের মাঝামাঝি সময়ে ফিরবে বলে পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী টিএক্সটির ফিরতি সময় নতুনভাবে নির্ধারণ করা হবে।

হাইব করপোরেশনের সিইও লি জে স্যাং জানান, বিটিএসের প্রত্যাবর্তনকে ঘিরে শীর্ষস্থানীয় প্রযোজকদের নিয়ে কাজ চলছে। তবে সামরিক জীবন শেষে শিল্পীদের সৃজনশীল কাজে সম্পূর্ণভাবে ফিরতে কিছুটা সময় লাগবে।

ফলে ভক্তদের আরেকটু অপেক্ষা, তবে আশার আলো স্পষ্ট—আসছে নতুন করে ঝলমলে বিটিএস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y9qn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন