English

27 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

একটা ফোন কল আমার জীবনে আশীর্বাদ হয়ে এলো : পূজা ক্রুজ

- Advertisements -

এবার ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার : কর্মফল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে পূজা ক্রুজের। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী তার অভিষেক সিনেমাতেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

সানী সানোয়ার পরিচালিত এই সিনেমাটির নাম ভূমিকা, অর্থাৎ এশা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সিনেমাটি যারাই দেখছেন, তাদের চোখে লেগে থাকছে পূজার অভিনয়।

মূলত তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ‘এশা মার্ডার : কর্মফল’-এর প্রেক্ষাপট।

মুক্তির পর থেকে দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় সিক্ত হচ্ছেন পূজা। দর্শকদের এই উচ্ছ্বাসে কখনো কখনো খুশিতে কাঁদছেন তিনি। আবেগ আপ্লুত হয়ে নবীন এই শিল্পী ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন, সবার ভালোবাসা পেয়ে আমার শুধু কান্না আসে!

পূজার চারপাশের মানুষ তাকে প্রায়ই বলতেন, তুমি দেখতে সুন্দর, উচ্চতা ভালো, নাচতে পারো, গাইতে পারো, থিয়েটার করছো, হবে হবে সব হবে।
নামকরা মানুষদের থেকে এসব শুনতে শুনতে লাক্সের পর আরো সাতটি বছর কেটে গেল। একদম চাকরির ইন্টারভিউতে যেমন এক্সপেরিয়েন্স লাগে, নতুনদের কোনো কাজ না দেখেই নেয় কে? 

এরপর পূজা আরো লিখেছেন, ঠিক যখন ধরেই নিলাম সব স্বপ্ন সত্যি হবে এমন কোনো কথা নেই, মনে মনে হাল ছেড়ে দিলাম, ঠিক তখনই অ্যান্টি টেরিজমের সানী সানোয়ারের একটা ফোন কল আমার জীবনে আশীর্বাদ হয়ে এলো। যিনি তার সিনেমায় পুলিশ পেশাকে সব সময় নিখুঁতভাবে উপস্থাপন করে থাকেন। এবার উনার গল্প ভিক্টিমকে ঘিরে, সমাজে নারীদের অবস্থান নিয়ে।

এশা মার্ডারের এশা-কে খুঁজছেন তিনি। গল্প শোনালেন ফোনেই এবং বললেন অডিশন দিতে হবে। অডিশন দিয়ে আসার প্রায় এক মাস পর জানানো হলো আমি সিলেক্টেড। শুরু হলো প্রস্তুতি।

মুক্তির পরের অভিজ্ঞতা জানিয়ে পূজা লিখেছেন, হল ভিজিটে দর্শকরা আমাকে এশা নামে ডাকছে।
সিনেপ্লেক্সে গেলে স্টাফরা আমাকে বলে এশা আপু কেমন আছেন (বিষয়টা বেশ মজার)। সোশ্যাল মিডিয়ায় নানাজনের কমেন্টে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, আমি আমার প্রথম সিনেমাতে এসব কিছু আমার সাথে ঘটছে, শুধুমাত্র এই নতুনের ওপর আপনার ভরসার জন্য। 

পূজা তার উপলব্ধি শেয়ার করে আরো লিখেছেন, ‘আমাকে অনেকেই ফোন করে বলেছে, তোমার অপেক্ষা করা একদমই যথাযথ হয়েছে। সারা জীবন বলতে পারবে এশা মার্ডারের মতো দুর্দান্ত সিনেমা তুমি করেছো, তাও নাম ভূমিকায়। সবার ভালোবাসায় আমার শুধু কান্না আসে একটু পরপর। শুরুতে সবাই নতুন থাকে আর তাদের ওপর প্রথম যিনি আস্থা রাখেন, তিনি অনেক বড় আশীর্বাদ। এই নতুন আপনার কাছে আজীবন কৃতজ্ঞ।’

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার : কর্মফল’ ছবিটিতে পূজা ছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়াও দেখা গেছে ফারুক আহমেদ, মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্ত, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, কে আজাদ সেতু প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycq8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন